স্বদেশ ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা-পুলিশ। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আজাদ রহমান বলেন, বুয়েটের শহীদ মিনারের পাশে ফুটপাতে পড়ে ছিলেন ওই নারী। জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে বিকেল সাড়ে ৩টার দিকে ওই নারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, ওই নারী ভিক্ষা করতেন বলে আশপাশের লোকজন জানিয়েছেন। তিনি ওই এলাকায় ঘোরাঘুরি করতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এ ছাড়া তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।