স্বদেশ ডেস্ক:
গ্রিসের উত্তরে গত মঙ্গলবার দেশটির ইতিহাসের ভয়াবহতম ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে এমন দুর্ঘটনায় দেশটির অনেকে বিক্ষোভে নেমেছে।
এথেন্সে দেশটির রেল অপারেটর হেলেনিক ট্রেনের সদরদপ্তরের বাইরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই কোম্পানি দেশটির রেল ব্যবস্থার দেখভাল করে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনায় এরই মধ্যে স্থানীয় স্টেশনমাস্টারের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। সেইসঙ্গে এমন দুর্ঘটনায় দায় স্বীকার করে দেশটির পরিবহন মন্ত্রী পদত্যাগ করেছেন।
অন্যদিকে প্রতিবাদ ও শোকের মধ্যে দেশটির রেল কর্মীরা বৃহস্পতিবার ধর্মঘটের পরিকল্পনা করছেন। তারা রেল ব্যবস্থার ওপর সরকারি অবহেলা হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে দুর্ঘটনাস্থল ঘুরে গ্রিসের প্রধানমন্ত্রী বলেছেন, সবকিছু একটি মানবিক ত্রুটিকেই নির্দেশ করছে। কিরিয়াকোস মিটসোটাকিস এরকম দুর্ঘটনা কীভাবে ঘটল, তা খুঁজে বের করা এবং এমন যাতে আর না ঘটে তার ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন।