রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

শিশুদের স্মৃতিশক্তি যেভাবে বাড়াবেন……

শিশুদের স্মৃতিশক্তি যেভাবে বাড়াবেন……

স্বদেশ ডেস্ক: আপনার বাচ্চা কিছুই মনে রাখতে পারছে না, যা শেখাচ্ছেন তা ভুলে যাচ্ছে। এ ক্ষেত্রে তার স্মৃতিশক্তি বাড়াতে কী কী করবেন, জেনে নিন-…গান বা ছড়ায় সুর করে শিশুকে শেখান। শিশুরা সুর, লয় ছন্দÑ এসবের প্রতি শিশুরা খুব স্পর্শকাতর হয়। তাই সহজেই এগুলোর সঙ্গে একাত্ম হয়ে পড়ে। ফলে শিশুকে কিছু শব্দ, পশুপাখি বা কথা শেখানোর সময় চেষ্টা করুন ছড়া বা গানের মাধ্যমে শেখানোর। ছড়ার ছন্দের জন্য যেকোনো শেখানো জিনিস শিশুর মনে রাখতে সুবিধা হয়। যখন শিশুকে কোনো শব্দ বা কথা শেখাবেন, তখন আশপাশে যাতে আওয়াজ না হয়। তাহলে মনোযোগে বিঘœ ঘটবে। মজা করে শিশুকে শেখালে সে শেখানো জিনিস বেশি সময় ধরে মনে রাখে। পরে যখন তার স্মৃতির পরীক্ষা নেওয়া হয়, তখন একই মজাটি করলেই সে নিজে থেকে শেখানো জিনিসটি বলে দিতে পারে। যে জিনিসটি শেখাতে চাইছেন, তা একবার বললেই হবে না। একটা শিশুর পক্ষে একবার শুনে বা দেখে কোনো কিছু মনে রাখা একরকম অসম্ভব। তাই যা শেখাবেন তা বারবার বলুন বা করে দেখান। প্রতিদিন নিয়মিত করলে দেখবেন একদিন শিশু নিজে থেকেই তা করতে আরম্ভ করছে। চেষ্টা করুন শিশুকে কোনো শব্দ ভিজুয়ালি শেখানোর। অ আ ক খ শেখানোর সময় প্রতিটি অক্ষরের ছবি দেখান। দেখার ফলে ওদের মস্তিষ্ক কথাগুলো শোনার পাশাপাশি ইমেজটাও রেকর্ড করে নেয়। এতে শিশুর শেখা জিনিসটির স্মৃতি বজায় থাকে অনেক দিন। আপনি যখন একটি শব্দ বা গান বা পশুপাখি শিশুকে শেখাতে বা চেনাতে যান, সে সময় যদি আপনার মুখে হাসি না থাকে, তবে শিশুর শেখার ইচ্ছা কিন্তু কমে যাবে। আপনার মুখে হাসি শিশুর মধ্যে পজিটিভ আবহাওয়া তৈরি করবে, যা থেকে সে শেখার চেষ্টা করে এবং শেখা জিনিস মনে রাখতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877