স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের শেহবাজ শরিফ সরকার দেশটিতে ফের পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়িয়েছে। ডয়চে ভেলে ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মিনি বাজেট পাস করার পর নতুন করে এই দাম বাড়ানো হয়েছে।
পাকিস্তানে এখন এক লিটার পেট্রোলের দাম ২২ রুপি ২০ পয়সা বেড়ে হলো ২৭২ রুপি। অন্যদিকে ডিজেলের দাম ১৭ রুপি ২০ পয়সা বেড়ে হয়েছে ২৮০ রুপি। এ ছাড়া কেরোসিনের দাম বাড়িয়ে করা হয়েছে লিটারপ্রতি ২০২ টাকা ৭৩ পয়সা।
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, মুদ্রাস্ফীতির কারণে দেশে এমনিতেই সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সম্প্রতি বেড়েছে। সরকারের নতুন দাম বৃদ্ধির সিদ্ধান্তের ফলে তা আরও বাড়বে। এর উপর বাণিজ্যিক ব্যাংকগুলি এখনও ভোজ্য তেল আমদানি করার জন্য লেটার অফ ক্রেডিট(এলসি) দিচ্ছে না। এলসি পেলে তেল আনতে ৪৫ থেকে ৬০ দিন লাগে। ফলে রমজানের সময় ঘি ও ভোজ্য তেলের চাহিদা মেটানো সম্ভব নাও হতে পারে। এতে দেশটির সাধারণ জনগণ আরও বিপাকে পড়বে।
গতকাল বুধবার দেশটিতে মিনি বাজেটে ভোজ্য তেল, বিস্কিট, জ্যাম, জেলি, চকোলেট, প্রসাধনী, কফি, ক্রিম, শ্যাম্পু, নুডলস, খেলনা, হেয়ার জেল, হেয়ার রিমুভিং ক্রিম, শেভিং জেল, ক্রিম, কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রনিক জিনিসসহ একগুচ্ছ জিনিসের ওপর জিএসটির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে এসব জিনিসের দাম দেশটিতে আরও বাড়বে।