স্বদেশ ডেস্ক:
রাজধানীর উত্তরা পূর্ব থানার ৭৩ হাজার ৮৪৫ পিস ইয়াবার মামলায় চার আসামিকে ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন মিয়া, মো. দেলোয়ার হোসেন, কামাল হোসেন ও মো.ইসমাইল। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজহারে জানা যায়, ২০১৮ সালের ২৫ মার্চ রাত দেড়টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে ৭৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-১’র নায়ক সুবেদার আরশাদুর রহমান উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ২৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দীপন কুমার। ২০১৯ সালের ৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।