স্বদেশ ডেস্ক;
যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার এক লাখ ৯৫০ জন সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছে। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সরাসরি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ বাহিনী তিন হাজার ৫টি ট্যাঙ্ক, ৫ হাজার ৯৮৬টি সাঁজোয়া গাড়ি, ৪ হাজার ৬২২টি অন্যান্য গাড়ি এবং জ্বালানি ট্যাংকার, এক হাজার ৯৮৪টি আর্টিলারি ব্যবস্থা, ৪১৪টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ২১২টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছে।
সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিমাণ বৃদ্ধি করেছে রুশ বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ করে হামলা চালাচ্ছে রাশিয়া।