বিনোদন ডেস্ক:
জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সুবাদে শ্রোতারা শুনেছেন কায়া, হেলাল, শিরিন, ন্যানসি, জুলি, কণিকা, নির্ঝর-এর মতো অসাধারণ সব শিল্পীদের গান। মাঝে নিজের গান নিয়ে ব্যস্ত থাকলেও চালিয়ে গেছেন নতুন কণ্ঠের খোঁজ। তারই ধারাবাহিকতায় সংগীতপ্রেমীদের নতুন আরও একটি কণ্ঠ উপহার দিতে যাচ্ছেন হাবিব। প্রকাশ করতে যাচ্ছেন ‘অভিমানী প্রেম’ শিরোনামের একটি গান। আর গানটিতে তার সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন টি কে তারেক।
হাবিব ওয়াহিদ বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি, সুরেলা কণ্ঠ খুঁজে বের করতে। টি কে তারেক বহুদিন ধরেই গান-বাজনার সঙ্গে যুক্ত আছে। ওর কণ্ঠটি আমার দারুণ লেগেছে। তাই ওর সঙ্গে কাজটি করা। তারেক সম্পর্কে এখন খুব বেশি কথা বলতে চাই না। আগে শ্রোতারা গানটি শুনুক। আমার বিশ্বাস, ওর কণ্ঠ সবার ভালো লাগবে।’
এদিকে, আজ রাত ৮টায় হাবিব তার ইউটিউব চ্যানেলে ‘অভিমানী প্রেম’ গানের টিজার প্রকাশ করবেন। আর পুরো গানটি আসবে ক’দিন পর। হাবিব জানান, নতুন এই গানের কথা লিখেছেন মোস্তাফিজুর রহমান ইরফান। আর এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে এর ভিডিও।