স্বদেশ ডেস্ক: হুসেইন মুহাম্মদ এরশাদের লাশ একনজর দেখতে সাবেক স্ত্রী বিদিশা এরশাদ ভারত থেকে দেশে ছুটে এসেছেন। কিন্তু স্বামীর লাশ একনজর দেখার সুযোগ হয়নি তার। এমনকি নিজের সন্তান এরিক এরশাদের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিদিশা এরশাদ এসব অভিযোগ করেন।
তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো: ‘বাবার মৃত্যুেেত আমার ছেলে এরিক এর কান্নায় দেশবাসী ও কেঁদেছে। আমি পাগলের মতো ছুটে চলে এসেছি দেশে। কিন্ত দেশে এসে ও বাধার শিকার আমি। কোথায স্বামীর লাশ? কোথায় ছেলে? আমার সাথে এরিক কে কথা ও বলতে দিচ্ছে না। দেখা করাতো দুরের কথা। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী। এই সময যেখানে মাকে বেশি প্রযােজন তখন আমার ছেলেকে নিয়ে ও রাজনীতি। শেষ পর্যন্ত মা হিসেবে ছেলের জন্য যদি জীবন দিতে হয় আমি তাই করবো।’