মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হতে পারে মমতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হতে পারে মমতার

স্বদেশ ডেস্ক:

আগামী মাসে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও আমন্ত্রণ জানাতে পারে ভারতের কেন্দ্রীয় সরকার। তখন শেখ হাসিনার সঙ্গে তিস্তা চুক্তি, সীমান্ত সমস্যা ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে ভারতের। আর সব কয়েকটির সঙ্গেই পশ্চিমবঙ্গ জড়িত থাকাতেই শেখ হাসিনার সফরকালে দিল্লিতে আমন্ত্রণ পেতে পারেন মমতা।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি সেপ্টেম্বরে ভারত সফরের সময় মমতার সঙ্গে দেখা করতে আগ্রহী বলে চিঠিতে উল্লেখ করেছেন। এই বিষয়গুলো মাথায় রেখে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার সফরের সময় মমতাকে আমন্ত্রণ জানানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তবে এখনো পশ্চিম রাজ্য সরকারের কাছে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আমন্ত্রণপত্র আসেনি। আর শেখ হাসিনার ভারত সফরকালে দিল্লিতে আমন্ত্রণ জানানো হতে পারে আসাম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও।

প্রায় তিন বছর পর ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ সেপ্টেম্বর তিনি দিল্লিতে পা পৌঁছাবেন। তার এই সফরে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। যার মধ্যে অন্যতম হলো নদী চুক্তি। তিস্তা চুক্তি নিয়ে আলোচনা ছাড়াও ভারত-বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ৫৪টি নদীর মধ্যে ছয়টি নদীর পানিবণ্টন নিয়ে আশাবাদী বাংলাদেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877