মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

স্কুলছাত্র হত্যা : একজনের ফাঁসি, ৪ আসামির যাবজ্জীবন

স্কুলছাত্র হত্যা : একজনের ফাঁসি, ৪ আসামির যাবজ্জীবন

স্বদেশ ডেস্খ:

রাজবাড়ীতে স্কুলছাত্র নাহিদ হাসান মিদুল (১৭) হত্যা মামলায় একজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন এবং দু’জনকে খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ আদেশ দেন।

এ সময় মামলার দুই নম্বর আসামি রুবেলকে (২১) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং তিন আসামি রাফিজুল মণ্ডল (২৬), পিয়ারুল (২১), পিয়াল (২০) ও মোঃ রায়হানকে (২১) যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া এলেম (২২) ও ফরিদ (২৭) নামের দুই আসামিকে খালাস দেন আদালত।

জানা গেছে, ২০১৪ সালের ১৯ জুন রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান মিদুলকে স্কুলের পাশের রেল ক্যারেজের ভেতরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় ২১ জুন নিহত স্কুলছাত্র মিদুলের বাবা আব্দুল মমিন মোল্লা সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আজ এ আদেশ দেন।

এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট উজরি আলী সন্তোষ প্রকাশ করেন।

তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নেকবর হোসেন মনি অসন্তোশ প্রকাশ করেন। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877