মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারো বাড়ছে

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারো বাড়ছে

স্বদেশ ডেস্ক:

সারা বিশ্বে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত হওয়া রোগীর সংখ্যা আবারো বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৮৫০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২০০।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮৬ হাজার ৩৮৯ জন। যা আগের দিনের তুলনায় বেড়েছে ৪০ হাজারের বেশি।

বিশ্বে কারোনায় মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটার জানায়, বিশ্বজুড়ে করোনায় এযাবত শনাক্ত হয়েছে ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৯১১ জন। তাদের মধ্যে মারা গেছে ৬৪ লাখ ৮০ হাজার ১২৮ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৯৪৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে এক লাখ ৯৪ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৩১৭ জন।

যুক্তরাষ্ট্রে নতুন করে শনাক্ত হয়েছে ৮০ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ৩৫৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়ে। এর পর বিভিন্ন দেশে করোনা ছড়াতে থাকায় ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা  করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877