মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

বামজোটের হরতাল : রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

বামজোটের হরতাল : রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

স্বদেশ ডেস্ক:

দেশে জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহনের ভাড়া কমানোর দাবিতে ও বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার দেশব্যাপী আধা বেলা হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। তবে হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীতে।

এ উপলক্ষে শাহবাগ এলাকায় হরতালের সমর্থনে বাম দলগুলো সকাল থেকে বিক্ষোভ মিছিল করে। কিন্তু ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে, খোলা আছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান।

আজ রাজধানীর শাহবাগ, পল্টন, মালিবাগ, কারওয়ান বাজার, রামপুরা, বাড্ডা, মিরপুর ঘুরে যানচলাচল ও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক দেখা গেছে।

বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল ভোর ৬টা থেকে শুরু হয়। এই হরতালকে সামনে রেখে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাহবাগ মোড়সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এদিকে, সকাল ৮টার দিকে রাজধানীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি কাঁটাবন থেকে শাহবাগ এলাকা হয়ে প্রেসক্লাবের মৎস্য ভবন মোড়ের দিকে চলে যায়। এ সময় হরতালের সমর্থনকারীরা বেশ কয়েকটি যানবাহন থামায়।

সকাল পৌনে নয়টার দিকে অর্ধদিবস হরতালের সমর্থনে শাহবাগে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। এতে একজন বিক্ষোভকারী আহত হয় বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877