মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

মৃত্যু আতঙ্কের মাঝেই ফুটবল লিগ শুরু করল ইউক্রেন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

স্বদেশ ডেস্ক:

ইউক্রেনের মাটিতে রাশিয়ার আগ্রাসন চলছেই। রাশিয়ার যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা গুঁড়িয়ে দিচ্ছে বাড়ি-ঘর। মিসাইলও মাঝেমধ্যে ধেয়ে আসছে। তবে এই মৃত্যু আতঙ্কের মাঝেই ঘরোয়া ফুটবল শুরু করেছে ইউক্রেন।

গত সোমবার শুরু হয়েছে ইউক্রেনের ঘরোয়া লিগ। যদিও দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে খেলা। তবে প্রতিটি স্টেডিয়ামে রয়েছে বোমার হাত থেকে বাঁচার নিরাপদ স্থান। খেলার সময় সাইরেন বাজলেই সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। নিরাপদ মনে হলে ফের শুরু হচ্ছে অনুশীলন।

সেনাবাহিনীকে প্রতিটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভিতরে তৈরি রাখা হচ্ছে। এক ঘণ্টার বেশি সময় ধরে সাইরেন বাজলে সেনাবাহিনী স্টেডিয়াম ঘিরে ফেলে। পুরো পরিস্থিতি খতিয়ে দেখার পরে তারা জানাচ্ছে খেলা শুরু করা যাবে কি না।

ইউক্রেন ফুটবল সংস্থার প্রধান অ্যান্ড্রি পাভেলকো বলেছেন, ‘সম্পূর্ণ অন্য রকম পরিস্থিতিতে লিগ শুরু করছি। যুদ্ধের মধ্যেই খেলা হচ্ছে। বোমা, মিসাইলের আতঙ্ক নিয়েই খেলা হচ্ছে। অনেক ক্লাবের স্টেডিয়াম ভেঙে পড়েছে। তাদের সাহায্য করতে অন্য ক্লাব এগিয়ে এসেছে। ফুটবল আমাদের কাছে আবেগ, লড়াই। কোনও যুদ্ধ একে আটকে রাখতে পারবে না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ