স্বদেশ ডেস্ক:
ক্রয়-বিক্রয় মানব জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। যাতে ধনী-গরিব, নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, সবাই সমভাবে জড়িত। সম্প্রতি অধিকাংশ দোকানের শপিং ব্যাগে সুস্পষ্ট লেখা থাকে-বিক্রীত মাল ফেরত নেওয়া হয় না অথবা বিক্রেতা নিজেই বলে দেন বিক্রীত পণ্য ফেরতযোগ্য নয়। অনেকে স্পষ্ট কিছু না বললেও বিক্রীত মাল ফেরত নেন না। হ্যাঁ মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীর কথা ভিন্ন।
অথচ ইসলাম এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা নিশ্চিত করেছে। ক্রয়-বিক্রয় সম্পাদন হলেই ক্রেতা হয় পণ্যের মালিক আর প্রদত্ত মূল্যের মালিক হয় বিক্রেতা। তবে প্রয়োজনের নিমিত্তে বেচাকেনা প্রত্যাহার করার অধিকারও রয়েছে তাদের। এতে প্রত্যাহারকারীর সাময়িক লস দেখা গেলেও তার জন্য রয়েছে পরকালের অফুরন্ত পুরস্কারের ঘোষণা।
প্রিয়নবি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে কৃত ক্রয়-বিক্রয় বা চুক্তি প্রত্যাহার করবে আল্লাহতায়ালা তার গুনাহগুলো মাফ করে দেবেন।’ (সুনানে আবু দাউদ : ৩৪৬০)। এটি আল্লাহর পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি বিশেষ কৃপা ও অনুগ্রহ। তা ছাড়া পণ্য ফেরত নিলে গ্রাহকও বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের সহায় হোন।