স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হতে যাচ্ছেন, এমনটা আগেই জানা ছিল। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে তাকে নেতৃত্ব বুঝিয়ে দেওয়া হয়। আর অধিনায়ক হয়ে রোববার অনুশীলনে নেমে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ব্যক্তিগত কারণে লম্বা ছুটি নিয়েছিলেন সাকিব। খেলেননি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এবার প্রায় ৪০ দিন বিরতি কাটিয়ে আজ মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন।