স্বদেশ ডেস্ক:
সুদানে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এসইউএনএ এ খবর জানিয়েছে।
সুদানে সাধারণত মে এবং অক্টোবরে মধ্যে ভারী বৃষ্টিপাত হয়। দেশটি প্রতি বছর মারাত্মক বন্যার সম্মুখীন হয়। এতে সম্পত্তি, অবকাঠামো এবং ফসল ধ্বংস হয়।
সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদেল জলিল আবদেল রহিমের বরাত দিয়ে এসইউএনএ (সুদান নিউজ এজেন্সি) জানিয়েছে, ‘শরৎ মৌসুমের শুরু থেকে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মোট ৫২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।’
আবদেল রহিম বলেন, সুদানে ৫ হাজার ৩৪৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ২ হাজার ৮৬২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য সরকারি স্থাপনা, দোকানপাট এবং কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, উত্তর ও দক্ষিণ কর্ডোফান রাজ্য, নীল নদ রাজ্য এবং দক্ষিণ দারফুর সুদান জুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার এক প্রতিবেদনে জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) অনুমান করেছে যে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সুদান জুড়ে প্রায় ৩৮ হাজার মানুষ বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসিএইচএ এর মতে, ২০২১ সালের বর্ষা মৌসুমে সুদান জুড়ে প্রায় ৩ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সূত্র : বাসস