বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

ভরাডুবির সফর শেষে দেশে ফিরলেন টাইগাররা

ভরাডুবির সফর শেষে দেশে ফিরলেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক:

অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের দুটি সিরিজ খেলতে গিয়ে দুই ফরম্যাটেই ভরাডুবির পর দেশে ফিরল বাংলাদেশ দল।

ভুলে যাওয়ার মতো এ সফর শেষে শুক্রবার (১২ আগস্ট) দেশে ফিরেছেন টাইগাররা। বিকেলে সোয়া ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা।

তবে দলের সাথে আসেননি তামিম ইকবাল আর নাঈম শেখ। ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম জিম্বাবুয়ে থেকে রওয়ানা করে এখন দুবাইয়ে অবস্থান করছেন। আর শেষ মুহূর্তে জিম্বাবুয়ে যাওয়া টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম সেখান থেকে উইন্ডিজ উড়ে গেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে।

সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বাংলাদেশের অর্জনও সমান। অর্থাৎ ২-১ করেই হেরেছে দুটি সিরিজই।

নুরুল হাসান সোহানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে হার দিয়ে শুরু হয়েছিল সফর। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা আনলেও তৃতীয় ম্যাচ হেরে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের স্বাদ পায়।

টি-টোয়েন্টি সিরিজ হারলেও তামিমের নেতৃত্বে ওয়ানডে দল ঠিকই কর্তৃত্ব দেখাবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু মুদ্রার উলটো পিঠ দেখেছে সফরকারীরা। টানা দুই ম্যাচ হেরে ৯ বছর পর সিরিজ হারতে হয়। শেষ ম্যাচে জিতে কোনোমতে ধবলধোলাই এড়ায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877