স্বদেশ ডেস্ক:
প্যারিস বিমানবন্দরে এক ছুরিধারীকে গুলি করে হত্যা করেছে ফ্রান্স পুলিশ। বুধবার সকালে এই ঘটনা ঘটে।
একট টুইট বার্তায় ‘প্যারিস পুলিশ প্রিফ্যাকচার’ জানিয়েছে, ‘পুলিশ এই সকালে ছুরিধারী এক ব্যক্তিকে নিষ্ক্রিয় করেছে।’
বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ‘এক গৃহহীন ব্যক্তি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের বিরক্ত করছিলেন, পরে তাকে সরিয়ে নিতে পুলিশের সহায়তা চাওয়া হয়।’
পুলিশ সূত্র জানিয়েছে, পুলিশ তাকে সরিয়ে নিতে গেলে তাদের ওপর তেড়ে আসে ওই ব্যক্তি। ধস্তাধস্তির একপর্যায়ে সে ছুরি বের করে। এসময় এক পুলিশ সদস্য অস্ত্র ব্যবহার করে।
একজন প্রত্যক্ষদর্শীও জানিয়েছেন, ছুরি নিয়ে তেড়ে আসলে পুলিশ তাকে সতর্ক করে। তবে তাকে থামানো যায়নি, পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে।