সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সম্মেলন ঘিরে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সম্মেলন ঘিরে সতর্কবার্তা

স্বদেশ রিপোর্ট :

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে সতর্কবার্তা জারি করেছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়- যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মিলনমেলা ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে সাম্প্রতিককালে একটি কুচক্রী মহল অবাঞ্ছিত, অনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে।

ফোবানা বিষয়ক যোগাযোগ ও লেনদেনের ক্ষেত্রে সতর্ক করে এতে বলা হয়- গত ৩০ জুন ফোবানার কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভায় সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোট ও সম্মতিতে ফোবানা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে সাবেক তিনজন নেতার সাথে সাবেক চেয়ারপারসন জাকারিয়া চৌধুরীকে ৫ বৎসরের জন্য বহিষ্কার করা হয়।

বর্তমানে জাকারিয়া চৌধুরীর সাথে মূল ফোবানার কোনো সম্পর্ক নেই বিধায় সবাইকে জাকারিয়া চৌধুরীর সাথে ফোবানা সংক্রান্ত কোনো বিষয়ে যোগাযোগ অথবা লেনদেন থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

আইন মোতাবেক ফোবানার পক্ষ থেকে লিগ্যাল নোটিশও জাকারিয়া চৌধুরীকে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877