স্বদেশ ডেস্ক:
পুলিশের সাথে সংঘর্ষে মারাত্মক আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর গ্রিন রোডস্থ কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ৩১ জুলাই ভোলা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে গুলিতে আহত হয়েছিলেন তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল শোক জানিয়ে বলেন, ৯০-এ নুর হোসেনের আত্মত্যাগে স্বৈরাচারের পতন হয়েছে। এবার সরকারকে নুর আলমকে হত্যার পরিণাম ভোগ করতে হবে। আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করবো। যেই গণতন্ত্রের জন্য নুর আলম, আব্দুর রহিমরা জীবন দিয়ে গেছেন।
আজই সন্ধ্যা ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।