স্বদেশ ডেস্ক:
ঢাকার আশুলিয়ায় ময়লার স্তূপ থেকে একটি ছেলে নবজাতক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পিছনের ময়লার স্তূপ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
জানা গেছে, রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগে রিপন সিকদারের বাড়ির পিছনে ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে জীবিত এক নবজাতকে দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের ম্যানেজার হারুন-অর-রশিদ জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই নবজাতককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ট বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সে সুস্থ আছে।
আশুলিয়া থানার এসআই ইউনুস আলী জানান, খবর পেয়ে নবজাতকের খোঁজ-খবর নিয়েছি। সে এখন সুস্থ আছে। উপজেলা সমাজসেবা বিভাগ বিষয়টি দেখবেন বলেও জানান তিনি।