স্বদেশ ডেস্ক:
বলিউড ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্তির পরদিনই রেগে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন অভিনেত্রী কাজল। কিন্তু কার ওপর তিনি রেগে গিয়েছেন তা বোঝা যায়নি।
বন্ধুবান্ধবসহ পরিচিতরা জানেন কাজল সব সময় মজা করতে ভালোবাসেন। সেই কাজল রেগে যাওয়ায় উদ্বিগ্ন তার ফ্যানেরা
সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘যদি তুমি আমাকে এখানে এন্টারটেইন না করতে পারো তাহলে তুমি ফিরে যাও। যখন নতুন কিছু খুঁজে পাবে তখন ফিরে এসো।’ প্রতিটি শব্দ ক্যাপিটাল লেটারে লিখেছেন। বোঝাই যাচ্ছে তিনি কারো ওপরে খুবই বিরক্ত। তবে কার ওপর তিনি রেগেছেন তা জানা যায়নি।
১৯৯২ সালের ৩১ জুলাই ‘বেখুদি’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন কাজল। তার প্রথম ছবি সেভাবে নজর কাড়তে না পারলেও পরের বছর শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ‘বাজিগর’ ছবিতে অভিনয় করেন কাজল। সেই ছবি সুপারহিট হয়। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে। তারপর ‘কুছ কুছ হোতা হ্যায়’কিংবা ‘কাভি খুশি কাভি গম’এর মতো ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন কাজল।