মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

স্বদেশ ডেস্ক:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের আন্দোলন মঙ্গলবার দুপুর স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসে ঢুকে দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রেক্ষাপটে এই আন্দোলন শুরু হয়েছিল।

একটি সূত্র জানায়, সোমবার (১ আগস্ট) দিনগত রাত আড়াইটার পর এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী, কলেজ প্রশাসন ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতাদের মধ্যে আলোচনার পর মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার এ ঘোষণা আসে।

এর আগে হামলার ঘটনায় দু’জনকে আটক করে পুলিশ। সোমবার (১ আগস্ট) দিনগত রাত একটায় এতথ্য জানান সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি সংবাদমাধ্যমকে বলেন, এ ঘটনায় আমরা দু’জনকে আটক করেছি। জড়িত অন্য হামলাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

আটককৃতরা হলেন, নগরের কাজলশাহ এলাকার আবদুল হান্নানের ছেলে এহসান আহম্মদ (২২) ও মুন্সিপাড়ার মৃত রানা আহমদের ছেলে মো. সাহিদ হাসান রাব্বি (২৭)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877