স্পোর্টস ডেস্ক:
মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো পিএসজি। দলের জয়ে গোল করে অবদান রাখেন লিওনেল মেসি, নেইমার ও সার্জিও রামোস।
ফরাসি সুপারে কাপে রোববার রাতে ইসরায়েলের তেল আবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে নতেঁর বিপক্ষে ৪-০ গোলে জয় পায় পিএসজি। ফরাসি সুপার কাপে পিএসজির এটি রেকর্ড ১১তম শিরোপা।
প্রতি মৌসুমের শুরুতে আগেরবারের লিগ ওয়ান ও ফরাসি কাপ বিজয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই।
নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। তবে ম্যাচের ২২তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। এরপর প্রথামার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বিরতির পর রামোস ৩-০ গোলে এগিয়ে দেন। আর ৮২তম মিনিটে পেনাল্টি থেকে নেইমার জোড়া গোল করে প্রতিপক্ষে কফিনে শেষ পেরেক ঠুকে দেন।