স্বদেশ ডেস্ক:
মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের সমর্থনের করার ফলে জান্তাপ্রধান মিন অং হ্লাইং এই মেয়াদ বাড়াবেন।
জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেন, ‘আমাদের দেশে, আমাদের অবশ্যই অকৃত্রিম এবং সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করতে হবে, যা জনগণের চাওয়া’।
২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সু চি’র সরকারকে জোরপূর্বক সরিয়ে ক্ষমতায় বসে সামরিক সরকার। এরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। বন্দি করা হয় নোবেলজয়ী সু চিসহ অন্যান্য রাজনীতিকদের।
দুর্নীতিসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগে এনে মামলা করা হয়েছে সু চি’র বিরুদ্ধে। যার সবগুলো রায় সু চি’র বিরুদ্ধে গেলে আমৃত্যু কারাগারে থাকতে হবে তাকে।
সু চি’র মুক্তি এবং সামরিক সরকারকে ক্ষমতা ছাড়াতে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশটির সাধারণ মানুষ।