স্বদেশ ডেস্ক;
অধিনায়ক হিসেবে প্রথম জয় পেলেন নুরুল হাসান সোহান। তবে এরপরই দুঃসংবাদ শুনতে হলো এই উইকেটরক্ষক-ব্যাটারকে। আঙুলের চোটের কারণে জিম্বাবুয়ে সফরই শেষ হয়ে গেল তার।
রোববার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে বাংলাদেশ। তবে ম্যাচ চলাকালীন কিপিংয়ের সময় বাঁহাতের তর্জনিতে চোট পান তিনি। খেলার পর এক্স-রে করানো হলে সেই আঙুলে ধরা পড়ে চিড়।
এমন খবর নিশ্চিত করেন ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। তিনি বলেন, সোহান এই সফরে আর মাঠে নামতে পারবেন না।
সোহান ছিটকে যাওয়ায় এখনও কাউকে নতুন অধিনায়ক করা হয়নি। এই সফরে স্কোয়াডে সহ-অধিনায়ক করা হয়নি কাউকে। তবে শেষ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে পারেন টেস্টের সহ-অধিনায়ক লিটন কুমার দাস।