বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

৪১তম শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামবেন মেসি

৪১তম শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামবেন মেসি

স্পোর্টস ডেস্ক:

নিজের ক্যারিয়ারের ৪১তম শিরোপা জেতার হাতছানি লিওনেল মেসির সামনে। রোববার রাতে নতেঁর বিপক্ষে ‘ট্রফি দ্য চ্যাম্পিয়ন্সে’র ফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি।

আজ রাত ১২টায় ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্লুফিল্ড স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ইতোমধ্যে ম্যাচ খেলতে তেল আবিবে পৌঁছে গেছেন মেসি-নেইমাররা-এমবাপ্পেরা। মেসি সর্বশেষ জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ইতালির বিপক্ষে  লা ফিনালিসিমার ট্রফি জিতেছিলেন। নঁতের বিপক্ষে আজ জিতলে সেটি হবে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ৪১তম দলীয় শিরোপা।

ব্রাজিলীয় তারকা দানি আলভেস ৪৩টি দলীয় শিরোপা জিতে সবার ওপরে রয়েছেন। আজ পিএসজি জয় পেলে মেসি পৌঁছে যাবেন আলভেসের আরো কাছে।

আগামী ৭ আগস্ট লিগের প্রথম ম্যাচে ক্লেরমন্ট ফুটের বিপক্ষে খেলবে পিএসজি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877