শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

মুষলধারে বৃষ্টি হলে কমবে ডেঙ্গু : স্বাস্থ্য অধিদপ্তর

মুষলধারে বৃষ্টি হলে কমবে ডেঙ্গু : স্বাস্থ্য অধিদপ্তর

স্বদেশ ডেস্ক:

মুষলধারে বৃষ্টি হলে মশা কমবে, ডেঙ্গুও কমবে। তবে বৃষ্টি থেমে থেমে হলে এডিস মশা বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

গতকাল সোমবার বিকেলে ডেঙ্গু পরিস্থিতি বিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঈদের ছুটির পর ডেঙ্গু পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, ‘পরিস্থিতি নির্ভর করছে বৃষ্টির ওপর। মুষলধারে বৃষ্টি হলে মশা কমবে, ডেঙ্গুও কমবে। বৃষ্টি থেমে থেমে হলে এডিস মশা বাড়বে। আবার গরম আবহাওয়ার বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মশা বাড়বে। তাতে ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধির আশঙ্কা আছে।’

ডেঙ্গু রোগীর চিকিৎসা অব্যাহত রাখার জন্য স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্সসহ সকল কর্মকর্তা ও কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল হওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

ঈদের ছুটি শেষে শহরের নিজ বাসায় ফেরার সময় কিছু করণীয় বিষয়ে সম্পর্কেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরামর্শ দেন। তিনি বলেন, ‘পরিবারের সব সদস্যকে হাত-পা ঢাকা জামাকাপড় পরে ঘরে ঢুকতে হবে। ঘরে ঢুকে সব জানলা-দরজা খুলে ফ্যান ছেড়ে দিতে হবে। পর্দার পেছনে, চেয়ার-টেবিল-খাটের নিচে স্প্রে করতে হবে। কমোড ফ্লাশ করতে হবে, বেসিনে পানি ছাড়তে হবে। জমে থাকা সম্ভাব্য সব জায়াগার পানি ফেলে দিতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক সমীর কান্তি সরকার, হাসপাতাল সেবা ব্যবস্থাপনার লাইন ডিরেক্টর সত্যকাম চক্রবর্তী, কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়শা আক্তার, ডেঙ্গু কর্মসূচির ব্যবস্থাপক এম এম আক্তারুজ্জামান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877