মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

বিএনপি নেতা টিএস আইয়ুব গ্রেপ্তার

বিএনপি নেতা টিএস আইয়ুব গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক:

বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে যশোরের বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মাসুদুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতা আইয়ুব দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ওসি আরও বলেন, টিএস আইয়ুবের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় আটটি মামলা রয়েছে। সবকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এর আগে গত ১৪ জুলাই বিএনপির এই নেতার বিরুদ্ধে আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন টিএস আইয়ুব। দুবারই আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877