বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

রুমিন ফারহানার ফেসবুক আইডি হ্যাক

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

স্বদেশ ডেস্ক:

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

দৈনিক আমাদের সময়কে রুমিন ফারহানা বলেন, ‘গত এক সপ্তাহ আগে আমার Rumeen Farhana নামের ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। আমি জানি না কে বা কারা এ কাজ করেছে।’

আইডি হ্যাকের বিষয়টি নিয়ে নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান বিএনপির সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য। তবে থানা কর্তৃপক্ষ জিডি রাখতে অপরাগতা প্রকাশ করে বলেও জানান তিনি।

রুমিন আরও বলেন, ‘আমি মনে করি একটা গভীর চক্রান্তের শিকার হচ্ছি।’ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ