শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

নবীনগরে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি, দুই কেন্দ্রে ৪৪ ভোট!

নবীনগরে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি, দুই কেন্দ্রে ৪৪ ভোট!

স্বদেশ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউপি নির্বাচন নজীরবিহন নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। তবে নৌকার প্রার্থীর ভরাডুবি হয়েছে। দুই কেন্দ্রে নৌকায় ভোট পড়েছে মাত্র ৪৪টি। এখানে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আল ইমরান।

কাইতলা উত্তর ইউপি নির্বাচনে সব কেন্দ্রে ইবিএম মেশিনে ভোটগ্রহণ করা হয়েছে। ইউনিয়নে মোট ভোটার ১২০৩, কাস্টিং হয়েছে ৮৯৫০। ভোট পড়েছে মোট ভোটের ৬৯.৩৬ ভাগ।

প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে ওসির নেতৃত্বে ৭ জন অস্ত্রধারী পুলিশ, আনসারসহ ২০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

অপরদিকে ৯টি ভোটকেন্দ্রে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ও চারজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে র‌্যাব-পুলিশসহ বিজিবির সদস্যরা টহলে ছিল। জেলা প্রশাসক শাহগীর আলম এবং জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন।

একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের এমন উপস্থিতি ছিলো নবীনগরে নজীরবিহীন।

সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি সাধারণ ভোটাররা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীসহ মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোড়া প্রতীক নিয়ে মো: আল ইমরান (স্বতন্ত্র) ২৫১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে আবুল খায়ের মুন্সী পেয়েছেন ১৬৪৩ ভোট।

মোহাম্মদ আল আমিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা ৫১২ ভোট, এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আফজাল উদ্দীন আনারস ১৬১৭ ভোট, মোহাম্মদ অলি উল্লাহ মোটরসাইকেল ১০৭৭, বোরহান উদ্দীন টেলিফোন ৮৮৬, মোহাম্মদ জসীম উদ্দিন চশমা ৫৪৯, মোহাম্মদ ইকবাল হোসেন অটোরিক্সা প্রতীক নিয়ে ১৪১ ভোট পেয়েছেন।

বুধবার রাতে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা একরামুল সিদ্দিক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী।

কোনাউর ইউনিয়ন পরিষদ ভবন ভোটকেন্দ্রে নৌকা ২০, ঘোড়া ৯৬৬, কোনাউর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ৪৯, ঘোড়া ৭৩৭, ব্রাহ্মণহাতা দারুল উলুম হামিওছ সুন্নাহ কওমী মাদ্রাসায় নৌকা ২৪, ঘোড়া ৯৯, ব্রাহ্মণহাতা বার আউলিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নৌকা ৫১, ঘোড়া ১৫৫, ব্রাহ্মণহাতা পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫৮, ঘোড়া ১২৫, নারুই পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ১৩৪, ঘোড়া ১১৫, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে নৌকা ২৮৬, ঘোড়া ৯২, নোয়াগাঁও নুরে মদিনা হাফিজিয়া মাদরাসায় নৌকা ৪৫০, ঘোড়া ৭২, নোয়াগাঁও পূর্ব সরকারী প্রাথমি বিদ্যালয়ে নৌকা ৫৭১, ঘোড়া ১৫৮ ভোট পেয়েছে।

উল্লেখ্য, গত উপজেলা নির্বাচনে ব্রাহ্মণহাতা ও বার আউলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে শূন্য ভোট পেয়েছিল নৌকা।

কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামের মো: কুদ্দুছ মহাজনের একমাত্র সন্তান, ঘোড়া প্রতীকে বিজয়ী আল ইমরান জানান, প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর কাছে, তিনি আমার মনের ইচ্ছা পূরণ করেছেন। আমার বিশ্বাস ছিলো, সুষ্ঠু ভোট হলে আমি জয়ী হবো, নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে, জনগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী, আমার জনগণসহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ছবি-বেসরকারিভাবে ভোটের ফলাফল উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলীর কাছ থেকে নিচ্ছেন আল ইমরান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877