রবিবার, ২৬ মে ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় দমন অভিযানের মধ্যেই জরুরি অবস্থার মেয়াদ বাড়ল

শ্রীলঙ্কায় দমন অভিযানের মধ্যেই জরুরি অবস্থার মেয়াদ বাড়ল

স্বদেশ ডেস্ক:

শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলন অব্যাহত থাকার মধ্যেই জররি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।

শ্রীলঙ্কার পার্লামেন্ট বুধবার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জারি করা জরুরি অবস্থার মেয়াদ বাড়ায়। ২২৫ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে ১২০-৬৩ ভোটে প্রস্তাবটি পাস হয়। এই আইনে সেন্যদের দীর্ঘ মেয়াদে যে কাউকে গ্রেফতার ও আটক করার ক্ষমতা দেয়া হয়েছে।

এদিকে দেশটির নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদে চলমান প্রতিবাদ দমন অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এর আগে বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিমক্রাসিংহেকে সমর্থনদানকারী ক্ষমতাসীন দলের সমস্যরা বলছেন, সঙ্কটের শুরুতে বিক্ষোভের যৌক্তিকতা থাকলেও এখন আর সংবিধানবিরোধী বিক্ষোভের কোনো যৌক্তিকতা তারা দেখছেন না।

তবে বিরোধী দলগুলো জরুরি অবস্থা জারির প্রতিবাদ করেছে।

এদিকে বিক্রমাসিংহে নির্বাচিত হওয়ার পর থেকে সামরিক বাহিনী ও পুলিশ দমন অভিযান চারিয়ে যাচ্ছে। অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার ও আটক করাহয়েছে। প্রেসিডেন্টের অফিসে অবস্থানরত বিক্ষোভকারীদের প্রহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছ।

পুলিশ পৃথক বিবৃতিতে জানায়, তারা কুশল সন্দারুওয়ান ও বিরাঙ।গা পুষ্পপিকাকে গ্রেফতার করেছে অবৈধ সমাবেশ করার অভিযোগে।
এছাড়া ছাত্রনেতা ধানিজ আলীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মঙ্গলবার দুবাইগামী ফ্লাইটে ওঠার চেষ্টা করার সময় গ্রেফতার হন।

সূত্র : আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877