মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

টি-২০ বিশ্বকাপ জেতার সর্বোচ্চ চেষ্টা করবো : জ্যোতি

টি-২০ বিশ্বকাপ জেতার সর্বোচ্চ চেষ্টা করবো : জ্যোতি

স্বদেশ ডেস্ক:

আগামী ২০২৪ সালে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। নিজেদের কন্ডিশনে বিশ্বকাপ জিততে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মঙ্গলবার বার্মিংহামে আইসিসির বোর্ড মিটিংয়ে ২০২৪ সালে বাংলাদেশ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

এর আগে ২০১৪ সালে বাংলাদেশ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল।

জ্যোতি বুধবার সাংবাদিকদের বলেন, ‘আমি সত্যিই আনন্দিত, আমি জানি না কী হবে, তবে এটি আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। আমরা আমাদের নিজেদের দর্শকদের সামনে খেলব, এটি অবশ্যই আমাদের ভালো করতে অনুপ্রাণিত করবে।’

বর্তমানে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন। ২০১৮ সালে তারা ভারতকে হারিয়ে এশিয়া কাপে তাদের প্রথম শিরোপা জিতেছে যা এখন পর্যন্ত নারী ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877