শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
করোনায় এক লাফে মৃতের সংখ্যা ৩ গুণ বেড়েছে

করোনায় এক লাফে মৃতের সংখ্যা ৩ গুণ বেড়েছে

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে গেছে। মারা গেছেন এক হাজার ৯৯৫ জন। আর আক্রান্ত হয়েছেন আট লাখ ৮৫ হাজার ৬১৭ জন।

এর আগে সোমবার আক্রান্ত হয়েছিলেন পাঁচ লাখ ৮৫ হাজার ৭৬৪ জন। আর মারা গিয়েছিলেন ৭৭৭ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ কোটি ৬২ লাখ ১৯ হাজার ২১৯ জনে। মৃতের সংখ্যা ৬৪ লাখ পাঁচ হাজার ২৩৭ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৪ কোটি ৬১ লাখ নয় হাজার ৫৯০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৯২৫ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৫২ হাজার ৪৬৭ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৯ লাখ ২০ হাজার ৪৫১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ১১০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৬ লাখ ২১ হাজার ৯৬৫ জন। ছয় লাখ ৭৭ হাজার ২১৩ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877