মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

করোনায় মৃত-আক্রান্ত আরো কমেছে

করোনায় মৃত-আক্রান্ত আরো কমেছে

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৮৫ হাজার ৭৬৪ জন। মারা গেছেন ৭৭৭।

এর আগে রোববার আক্রান্ত হয়েছিলেন আট লাখ ৮৬ হাজার ৯৬৬ জন। আর মারা গিয়েছিলেন এক হাজার ৩৪৬।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার ৬০২ জনে। মৃতের সংখ্যা ৬৪ লাখ তিন হাজার ২৪২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৪১ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ২১ লাখ ৯৪ হাজার ৮৯২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৫১ হাজার ৯৯৬ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৯ লাখ পাঁচ হাজার ৬২১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৭৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৩৫৬ জন। ছয় লাখ ৭৭ হাজার ২১ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877