শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ঈদ

-সাজ্জাদ কবীর

আজি উচ্ছ্বল উল্লাস সাম্যের ঈঙ্গিত-
ঈদ ঈদ ভাঙ্গে নিদ মধুরিয়া সঙ্গীত।
সারাদিন ব্যস্ততা কল্ কল্ কোলাহল-
দলে দলে ধরা চল্ চল্ ঈদগাহে চল।
আজি মুখরিত মাঠ-ঘাট পথ-ঘাট প্রান্তর-
লাগে দোলা প্রাণে গুঞ্জন গানে দোলে অন্তর।
আজি বাহারি আভরণ বাতাসে সুবাস-
নাচে মন ক্ষণে ক্ষণে মধুর আভাস।
চঞ্চল পুলকে দোলে দ্যূলোকে-ভূলোক
আবেশ বাগে স্নিগ্ধ লাগে যে স্বপ্নালোক।
নেই বৈষম্য আজি নেই ভেদাভেদ-
ভাগ নাও মুছে দাও অপরের ক্লেদ।
মিষ্টান্ন যা আসে যত ফিরনি সেমাই-
এসে যবে মিলি সবে ভাগ করে খাই।
আজি সুখে-দুঃখে সকলের সমভাগী হই-
যেন অমলিন চিরদিন এভাবে রই-ই।
সাদর সম্ভাসে সবে শুভেচ্ছা মাগি-
শুভ হোক ঈদ মোবারক সবার লাগি।
এ নিধু বন চয়ন শ্বাশত চেতন-
উড়ায়েছে শানে মুসলিম প্রাণে মৈত্রী কেতন।
-(কবি নিউইয়র্ক প্রবাসী)

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877