-জিনাত আরা
সুমীর কথা ভাবছিলাম-
আনন্দে ঘুরে বেড়ায় সার্বক্ষণিক
বন্ধু-বান্ধবীর কমতি নেই-
হৃদয়ে কোন খাদ নেই…?
পাখ-পাখালির সুরে-সুরে ছন্দে-ছন্দে;
চলে সে নির্বিকার-
চাইলে বন্ধুত্বের হাতও বাড়ায়;
কার্পণ্য করে না কোন কিছুতেই-
গুণগুণ করে সুরেলা কন্ঠে;
দিন কাটে আনন্দে।
বুকের ভেতর রজনীগন্ধার বাগান নিয়ে-
চলে অনায়াসে একটুখানি বৃষ্টি হলেই সুমী হয় আনমনা।
ফুলের ঘ্রাণ ছড়িয়ে চলাই তাঁর স্বভাব;
কখনও কাউকে কষ্ট দিতে শেখেনি সে…?
সবাই বিমোহিত-
অতীব সুন্দরী সুমীর ব্যবহারে…
ইচ্ছে হলেই হাসতে পারে-ইচ্ছে হলেই কাঁদতে পারে;
হাসি-কান্নার মাঝামাঝিতেও সমস্যা নেই…
একদিন জানতে চেয়েছিলাম-
কাউকে ভালবাসো কি-না..?
থামাতে পারিনি চিৎকার……!
একি হলো তাঁর…?
বুক চেপে বসে গেল মাটিতে-
বিপদে পড়ে গিয়েছিলাম, কেউ এগিয়ে আসেনি সেদিন….!
নিজেকে সামলে নিয়ে, জানতে চাইলাম কি হলো তার..?
কেন সে চমকালো-কেন সে অস্থির হলো…!
কিসের সমারোহে চিত্তে কেন এমন হলো….??
শূণ্যতায় বিভোর, সুমী কোন উত্তর করেনি-
বুঝিয়ে দিল-আবারও ফিরে যেতে চায়….
সেই সোনালী বেলায়…!!!
-(সুমীর সৌজন্যে: নিউইয়র্ক প্রবাসী কবি)