শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আজ বিশ্বের অধিকাংশ দেশে পালিত হচ্ছে ঈদুল আযহা

আজ বিশ্বের অধিকাংশ দেশে পালিত হচ্ছে ঈদুল আযহা

স্বদেশ ডেস্ক:

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকার পাশাপাশি এশিয়া-আফ্রিকাসহ বিশ্বের অধিকাংশ দেশেপবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে আজ রোববার। ওইসব দেশের মুসলমানদের সাথে প্রবাসী বাংলাদেশীরাও ঈদ আনন্দে মেতেছেন। দল বেঁধে ঈদের নামাজ আদায়, পরিচিত ও স্বজনদের সাথে কোলাকুলি এবং সামর্থবানরা পশু কোরবানী করছেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বেশি বাংলাদেশী প্রবাসী রয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার জর্ডানসহ বিভিন্ন দেশে ঈদুল আযহা পালিত হচ্ছে আজ। একইভাবে ইউরোপ ও আমেরিকার দেশগুলোতেও পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে। এশিয়ার মুসলিম দেশ মালয়েশিয়াতেও আজ ঈদুল আযহা পালিত হচ্ছে। দেশটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার। ১০ লক্ষাধিক শ্রমিক রয়েছে সেখানে। স্থানীয়দের পাশাপাশি এসব দেশে প্রবাসী বাংলাদেশীরাও ঈদগাহে বা মসজিদে গিয়ে নামাজ আদায় এবং পশু কোরবানী করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877