স্বদেশ ডেস্ক:
বকেয়া দুই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। বেতন না পাওয়ায় শ্রমিকরা গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদুল আজহা করতে যেতে পারছে না বলে জানিয়েছেন তারা।
গতকাল শনিবার রাত থেকে আশুলিয়ার জিরোবা নামাপাড়া এলাকায় মাহদী নীট ডিজাইন লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা এই বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, ওই পোশাক কারখানায় কাজ করে আসছিল ১১০ জন শ্রমিক। গত জুন ও জুলাইসহ ঈদ বোনাস না দিয়ে কারখানার পরিচালক মুরাদ হোসেন শান্ত পালিয়েছে। পরে শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাত থেকে না খেয়ে ওই পোশাক কারখানায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। বেতন বোনাস না পাওয়া পর্যন্ত তারা কারখানার ভেতরেই অবস্থান করবেন বলেন জানিয়েছেন।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে ওই গার্মেন্টসের ভবন মালিক আমিনুল ইসলাম জানিয়েছেন, গার্মেন্টস মেশিন বিক্রি করে শ্রমিকদের দুই মাসের অর্ধেক বেতন দেওয়া হবে।