রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

নোয়াখালীতে নারীসহ ১৯ রোহিঙ্গা আটক

নোয়াখালীতে নারীসহ ১৯ রোহিঙ্গা আটক

স্বদেশ ডেস্ক;

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খাল পাড় থেকে তাদের আটক করে স্থানীয়রা।

আটককৃতরা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৭ নম্বর ক্লাস্টারের মোঃ ইসহাক (৮০), ছকিনা খাতুন (৬৫), ৮ নম্বর ক্লাস্টারের আইয়ুব হাসেম (৩২), ৭৪ নম্বর ক্লাস্টারের ফয়েজ উল্লাহ (২২), রহিমা খাতুন (২২), নুর কলিম (৩), নূর কায়দা (১), ৫৯ নম্বর ক্লাস্টারের জুবায়ের (১৭), শামসু আলম (৩১), খালেদা বেগম (২৮), মোঃ জানায়েত (৮), আমেনা বেগম (০৬), খালিমা সাহরি (১৮মাস), ৫৮ নম্বর ক্লাস্টারের আব্দুল্লাহ মাহমুদ (১৪), মোঃ আমিন (২২), ৬৯ নম্বর ক্লাস্টারের কালিম (২০), রিফা মনি (৪ মাস), ৭৩ নম্বর ক্লাস্টারের আরফা বেগম (২১) ও আনে (২)।

এলাকাবাসী জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খাল পাড় এলাকায় কয়েকজন তরুণী কয়েকজন শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাতে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চর বালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, বুধবার দুপুরের দিকে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্রগ্রাম ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশ্যে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দশেনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877