বুধবার, ১৫ মে ২০২৪, ০৩:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
করোনায় মৃতের সংখ্যা এক লাফে দ্বিগুণের বেশি

করোনায় মৃতের সংখ্যা এক লাফে দ্বিগুণের বেশি

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা এক লাফে বেড়ে গেছে কয়েকগুণ। মারা গেছেন এক হাজার ৭১৪ জন। এর আগে সোমবার বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছিল ৬৯০।

এদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আট লাখ ৩৪ হাজার ৫৯৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৮৬ লাখ ৫৯ হাজার ৪৪৭ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৮৯ হাজার ৪৬৭ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৩ কোটি ৯৯ লাখ এক হাজার ৩৩০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১৪ লাখ ২৯ হাজার ৪০৯ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৯ হাজার ২৭৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ২৬৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৭৬০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ৩৯ হাজার ৮১৫ জন। ছয় লাখ ৭৫ হাজার ৫৫১ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877