সোমবার, ২৭ মে ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত জবি শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত জবি শিক্ষার্থীর মৃত্যু

স্বদেশ ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আব্দুল্লাহ মামুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, আব্দুল্লাহ মামুন টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহেশমারা ইউনিয়নে বাসিন্দা ও জবির সমাজকর্ম বিভাগের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার পাঁচ বছর বয়সে বাবা মারা যান। ফলে তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

গত ৯ ই জুলাই তার নিজ জেলা টাঙ্গাইলে মোটরসাইকেলে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত প্রাপ্ত হন এবং ব্রেইন ড্যামেজ হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার চিকিৎসা চলছিল।

এদিকে আব্দুল্লাহর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের বন্ধু মহলে শোকের ছায়া নেমে আসে।

এ প্রসঙ্গে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা বলেন, আব্দুল্লাহর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের সাথে সর্বক্ষণ যোগাযোগ করছি।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877