রবিবার, ২৫ মে ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

রংপুরে যুবকের মরদেহ উদ্ধার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২

স্বদেশ ডেস্ক:

রংপুর নগরীতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নগরীর মাহিগঞ্জ রঘুবাজার কাউন্সিলর অফিসের পাশে ঝাড়বাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম মজিবর রহমান (২৮)। তিনি স্থানীয় মশিয়ার রহমানের ছেলে।

মাহিগঞ্জ থানা পুলিশ জানায়, স্ত্রী ও এক কন্যা সন্তানকে নিয়ে নগরীর রঘু বাজার ঝাড়বাড়িতে ভাড়া থাকতেন ট্রলি চালক মজিবর রহমান। বাড়ির উঠানে থাকা আম গাছে ফাঁস দিয়ে মজিবর আত্মহত্যা করেছেন এমন খবরে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির সুরতহাল প্রতিবেদন শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি, মজিবর রহমান আত্মহত্যা করেননি বরং তাকে হত্যা করে আত্মহত্যা বলার চেষ্টা করা হচ্ছে। পুলিশ তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, আমরা গিয়ে দেখেছি বাড়ির উঠানে থাকা আম গাছের নিচে গলায় গামছা পেঁচানো অবস্থায় মজিবরের মরদেহ ছিঁড়ে পড়ে আছে। লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ