স্বদেশ ডেস্ক:
সৌদি আরবে হজ করতে গিয়ে আরও একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা জেলার ফারজিন সুলতানা (৪০) নামের এক নারী মদিনায় মৃত্যুবরণ করেন।
এদিকে, হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪ হাজার ৩৩২ হাজি। আজ শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে এসব তথ্য জানা গেছে।
আইটি হেল্পডেস্ক জানিয়েছে, দুদিনে মোট ৪ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি, সৌদিয়ার ছয়টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
এদিকে, সৌদি আরবে হজ পালনে গিয়ে এ পর্যন্ত মোট ২০ হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৪ জন ও মহিলা ছয়জন। মক্কায় ১৬, মদিনায় তিন ও জেদ্দায় একজন মারা যান।