স্বদেশ ডেস্ক:
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত যুবদলের বিক্ষোভ সমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীদের।
শনিবার সকাল ১০টায় সমাবেশ শুরু হলে বেলা বাড়ার সাথে সাথে জাতীয় প্রেসক্লাব চত্বর জনসমুদ্রে পরিণত হয়।
যশোর জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধনি’র নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, রহুল কবির রিজভী প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত আছেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, আমিনুল ইসলাম, মামুন হাসান, মোনায়েম মুন্না, ইসহাক সরকার, গোলাম মাওলা শাহিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।