রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ অপরাহ্ন

পাকিস্তানে বন্যায় অন্তত ৫৯ জনের প্রাণহানি

পাকিস্তানে বন্যায় অন্তত ৫৯ জনের প্রাণহানি

স্বদেশ ডেস্ক

পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। অন্তত একহাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বন্যার পানিতে ভেসে গিয়ে বেলুচিস্তানেই নারী-শিশুসহ অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশের মুখ্যমন্ত্রীর দুর্যোগ ও আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা জিয়াউল্লাহ লাংগোভের বরাতে গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

ভারি বর্ষণে প্রদেশের ৮টি বাঁধও ভেঙে গেছে। বৃষ্টি-বন্যায় বাড়িঘর ধসে কয়েকশ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে; বৃষ্টি এখনও হচ্ছে, বলেছেন তিনি।

উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাড়ি ধসে পড়ে ৬ বছর বয়সী এক শিশুসহ দুজনের মৃত্যু ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন এক জেলা কর্মকর্তা।

সাম্প্রতিক কয়েকদিনের টানা বৃষ্টিতে পাকিস্তানের সর্ববৃহৎ শহর করাচির বিশাল অংশও জলম্গ্ন হয়ে পড়ে।

বেলুচিস্তানে উদ্ধার তৎপরতা ও বন্যার পানিতে আটকা পড়াদের নিত্যপ্রয়োজনীয় জিনিস ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কাজে নৌবাহিনীকেও যুক্ত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877