স্বদেশ ডেস্ক
১০ ডাউনিং স্ট্রিটে সময় ফুরিয়ে এসেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। তার উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তাকে ঘিরে জল্পনার মাঝেই এবার ঋষিকে চ্যালেঞ্জ জানাতে ময়দানে নামলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ। ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনক এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগের পরই টালমাটাল পরিস্থিতি হয়েছিল বরিসের। এরপর একে একে প্রায় ৫০ জন তার সরকার থেকে পদত্যাগ করেন। চাপের মুখে পদ ছাড়ার কথা ঘোষণা করেন বরিস। এখন তার উত্তরসূরি হওয়ার দৌড়ে একে একে নাম লেখাচ্ছেন কনজারভেটিভ নেতারা।
জানা গেছে, সম্প্রতি জেরেমি হান্ট এবং সাজিদ জাভিদ জানিয়েছেন যে তারা কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে সামিল হচ্ছেন। এই দুই নেতাই ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী। এর আগে জেরেমি হান্ট ২০১৯ সালে বরিস জনসনের বিরুদ্ধে দলের নেতা হতে চেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে সেবারে বরিসের কাছে হারতে হয়েছিল তাকে। এদিকে সাজিদ জাভিদ জানিয়েছেন যে তিনি যদি দলের নেতা হন তাহলে তিনি কর্পোরেট ট্যাক্স কমিয়ে ১৫ শতাংশ করবেন। উল্লেখ্য, যেই কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা হবেন, তিনি হতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
এক ব্রিটিশ সংবাদপত্রকে জেরেমি হান্ট বলেন, ‘আমি এই (প্রধানমন্ত্রী) পদে থাকতে চাই। কারণ আমাদের দেশের আস্থা পুনরুদ্ধার করতে হবে। অর্থনীতির উন্নতি করতে হবে এবং আগামী নির্বাচনে জিততে হবে।’ এদিকে সাজিদের গলায় কর ছাড়ের ইস্যু। তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই কর ছাড় না দিয়ে এগিয়ে যেতে পারি না।’
সূত্র : হিন্দুস্তান টাইমস