শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

শিনজো আবে ছিলেন গতিশীল রাষ্ট্রনায়ক : বিএনপি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২

স্বদেশ ডেস্ক:

শুক্রবার জাপানে দুষ্কৃতিকারীদের গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবাণী দিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সারা দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু বিশ্বশান্তি ও স্থিতিশীলতায় এক বড় ধরনের নাড়া দিয়েছে। এই নিষ্ঠুরতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দুঃশ্চিন্তা বিস্তার লাভ করবে। বিনম্র এই মানুষটি ছিলেন ধৈর্যশীল ও গতিশীল রাষ্ট্রনায়ক। পৃথিবী থেকে তার চির বিদায় গভীর দুঃখ ও বেদনার।

শোকবার্তায় বলা হয়, জাপানের রাজনৈতিক ইতিহাসে শিনজো আবের ছিলো এক গুরুত্বপূর্ণ সমৃদ্ধ অধ্যায়। তিনি জাপানের অর্থনীতি ও উন্নয়নকে উঁচু স্থানে উন্নীত করেছিলেন। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন অনেক দিন। বাংলাদেশের জনগণ ও বিএনপি জাপানের এই গভীর সংকটে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।

বিএনপির সাথে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সম্পর্ক ছিল আন্তরিক হৃদ্যতাপূর্ণ। নিহতের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শিনোজা আবে-কে নির্মমভাবে হত্যাকারীরা মানবতার শত্রু, আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ