মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

ঈদে বাড়ি যাওয়া হলো না তাদের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২

স্বদেশ ডেস্ক:

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন তারা।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের চেওরাইট এলাকার ইলুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, হাসপাতালে আনার পর নারী-শিশুসহ তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতেরা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম জানান, সকালে দু’জনকে নিহত ও কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ