রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মক্কায় সামরিক বাহিনীর মহড়া

মক্কায় সামরিক বাহিনীর মহড়া

স্বদেশ ডেস্ক:

সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মক্কার একটি প্যারেড গ্রাউন্ডে রোববার সামরিক মহড়া দেন।  পবিত্র হজ করতে আসা হাজিদের নিরাপত্তার ওপর যদি কোনো আক্রমণ হয়, সেগুলো কিভাবে তাৎক্ষণিক মোকাবেলা করা হবে সেটির ওপরই মহড়া দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ, হামলাকারী ব্যক্তিকে আটক করা এবং আহতদের সরিয়ে নেওয়ার বিষয়গুলো ছিল মহড়ায়।

এদিকে গত শুক্রবার থেকে হজ পালনের উদ্দেশ্যে হাজার হাজার হাজি পবিত্র মক্কায় আসা শুরু করেন।

করোনার কারণে গত দুই বছর নির্দিষ্ট সংখ্যক হাজি হজ করার সুযোগ পান। তবে অন্য দেশ থেকে কেউ হজ করার সুযোগ পাননি।

কিন্তু দুই বছর পর নিজেদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এরফলে বিশ্বের অন্য দেশের মানুষও হজ করতে পবিত্র নগরীতে আসতে পেরেছেন।

এবার সবমিলিয়ে ১০ লাখ মানুষ হজ করতে পারবেন। বিশ্বে করোনা দেখা দেওয়ার আগে ২০ লাখেরও বেশি মানুষ হজ করতেন।

সুস্থ-সবল এবং ৬৫ বছর বয়সী কম ব্যক্তিরাই হজ করার সুযোগ পেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877